Friday, April 13, 2012

চ্যানেলে কেমন বৈশাখ


প্রতিদিন ২৪ ডেস্ক
আজ পয়লা বৈশাখ। দেশের সব কটি টিভি চ্যানেলে সারা দিন প্রচার করা হবে নানা অনুষ্ঠান। ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় আয়োজিত উল্লেখযোগ্য প্রায় সব বর্ষবরণ অনুষ্ঠান ও কনসার্ট সরাসরি সম্প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে। থাকছে নাটক, গান, চলচ্চিত্রসহ আরও কিছু। সেসব থেকে বাছাই করা কিছু তুলে ধরা হলো এ প্রতিবেদনে।

বিটিভি
আলেখ্যানুষ্ঠান এলো বৈশাখউপস্থাপনা করেছেন দূরবীন ব্যান্ডের শহীদ। গ্রন্থনা করেছেন আনজীর লিটন। এখানে গান গেয়েছেন মমতাজ, সুবীর নন্দী, ফিডব্যাক ও কুদ্দুস বয়াতি। নাচে অংশ নিয়েছেন সোহেল ও শখ এবং আনিকা ও তাঁর দল। থাকছে ফ্যাশন শো, গ্রামীণ মেলা আর মীরাক্কেলের কায়েস খানের কৌতুক। প্রযোজক শফিউদ্দীন শিকদার।
এটিএন বাংলা
নয়া পালা নাটকটি লিখেছেন মাসুম রেজা, পরিচালনা করেছেন সালাহউদ্দিন লাভলু। দুপুরে দেখানো হবে আদিবাসীদের উৎসব নিয়ে তথ্যচিত্র সাঁওতালি বাহা উৎসব।
চ্যানেল আই
সকাল থেকে সরাসরি সম্প্রচার করা হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সুরের ধারা ও চ্যানেল আই আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠান। দুপুরে দেখানো হবে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছবি উত্তরের সুর। কাহিনি, সংলাপ লিখেছেন ও পরিচালনা করেছেন শাহনেওয়াজ কাকলী। রাতে থাকছে হুমায়ূন আহমেদের নাটক রূপকথা। পরিচালনা করেছেন জুয়েল রানা। অভিনয় করেছেন প্রাণ, মৌসুমী প্রমুখ। আরও থাকছে গ্রামগঞ্জের হারিয়ে যাওয়া বর্ষবরণ নিয়ে শাইখ সিরাজের তথ্যচিত্র আবহমান বাংলার নতুন দিন।
একুশে টিভি
একুশের স্টুডিও এবং একুশের মেলা থেকে সারা দিন সরাসরি প্রচার করা হবে নানা অনুষ্ঠান। নাটক চিলেকোঠার স্বপ্ন পরিচালনা করেছেন আতিকুল হক চৌধুরী।
এনটিভি
এয়ারটেল নিবেদিত পাঁচ বন্ধুর গল্প নিয়ে টেলিছবি আমাদের গল্প প্রচারিত হবে রাতে। লিখেছেন ও পরিচালনা করেছেন ইফতেখার ফাহমি। অভিনয় করেছেন তাহসান, ইরেশ যাকের, রওনক, রিপন নাথ, জয়া আহসান, ঈশিতা, নাফিজা প্রমুখ। ১৯ বছর পর নাটকটি লিখেছেন আনিসুল হক, পরিচালনা করেছেন পার্থ সরকার। অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, মম প্রমুখ। পাবনায় আয়োজিত রুচি বৈশাখী উৎসবসরাসরি দেখানো হবে সকাল থেকে। সংস্কৃতির নানা কিছু নিয়ে দুপুরে সরাসরি প্রচার করা হবে রঙে রঙে প্রাণের মেলা।
দেশ টিভি
সকালে এবং সন্ধ্যায় বনানী মাঠ থেকে সরাসরি দেখানো হবে বেঙ্গল বৈশাখী উৎসব। পুতুল নাচের স্মৃতিকথা নাটকটি লিখেছেন ও পরিচালনা করেছেন গোলাম সোহরাব। বিকেলে থাকছে ভূমির শিল্পী সুরজিতের গান। 
আরটিভি
সজল ও অপি করিম অভিনয় করেছেন নৈবেদ্য নাটকে। লিখেছেন সাহিদা খানম, পরিচালক নুজহাত আলভি আহমেদ। 
বাংলাভিশন
সকালে বৈশাখী মাতন আয়োজনে অংশ নেবেন মমতাজ, চন্দনা মজুমদার, ফিডব্যাক, মাহাদী, বাবুল সরকার ও তপু। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সরাসরি সম্প্রচার করা হবে মোজো বৈশাখী কনসার্ট। রাতে থাকছে যাত্রাপালা প্রেমের নাম বেদনা এবং নাটক ১০০ টাকার ব্যাপার। 
বৈশাখী টিভি
চট্টগ্রামের ডিসি হিল থেকে বর্ষবরণ অনুষ্ঠান সরাসরি প্রচার করা হবে সকাল থেকে। রাতে সময় কাটুক গানে গানেঅনুষ্ঠানে গান করবেন মাকসুদ ও ঢাকা ব্যান্ড।
মাছরাঙা টিভি
বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল মাঠে আয়োজিত কনসার্ট নববর্ষ ধামাকাদেখানো হবে সরাসরি। লালনের গান নিয়ে সাঁইজির বারামখানাঅনুষ্ঠানে গান করবেন আনুশেহ্, সুমী, শফি মণ্ডল ও ফকির শাহাবুদ্দিন।
চ্যানেল নাইন
শেষ পাতা নাটকে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, শশী, নওশাবা, আহসান কবির প্রমুখ। সকালে এবং দুপুরে সরাসরি দেখানো হবে পোলার বৈশাখী উৎসব।

No comments:

Post a Comment