Wednesday, April 4, 2012

বলিউডে নতুন বিদেশিনী ইরা


প্রতিদিন ২৪ ডেস্ক
ক্যাটরিনাজেরিন খান এবং নার্গিস ফাখরির পর এবার বলিউডে পা রাখলেন আরেক বিদেশিনীইরা সারিওভা। রাশিয়ার জনপ্রিয় মডেল ইরা কাজ করছেন সিগারেট কি তারাহ’ নামে নতুন একটি বলিউড ছবিতে

 গোয়েল অ্যান্ড পিআই ফিল্মস প্রযোজিত এবং আকাশাদিত্য লামা পরিচালিত এই ছবিতে ইরা মূল নারী চরিত্রের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন

বলিউডে যাত্রা সম্বন্ধে ইরা জানানতার বলিউডে আসা অনেকটাই কাকতালীয়। সিগারেট কি তারাহ’ ছবিতে কাজ করার আগে বলিউডের ব্যাপারে খুব বেশি কিছু জানতেন না ইরা। তিনি বলেন, “বন্ধুদের সঙ্গে গোয়াতে এসেছিলাম বেড়াতে। সেখানেই ছবির কো-প্রডিউসার রানা ভাটিয়ার সঙ্গে। তিনি যখন জানতে পারলেন আমি রাশিয়ায় মডেলিং করিতখন তিনি আমাকে এই ছবির প্রস্তাব দেন। বলিউড সম্পর্কে আমি খুব বেশি কিছু জানি না। কিন্তু আমার কাছে অভিনয় সবার আগেভাষা-দেশ-জাতি এসব নিয়ে আমি ভাবি না

ইরা বর্তমানে সিগারেট কি তারাহ’ ছবিতে কিছু গানের দৃশ্যের কাজ করছেন। তবে এখনো ঠিক হয়নি ইরার বিপরীতে অভিনেতার নাম

No comments:

Post a Comment