প্রতিদিন ২৪ ডেস্ক
৩০ মার্চ: ‘হোয়াই দিস কোলাভেরি ডি’ খ্যাত ধানুসের ‘থ্রি’ মুক্তি পেল আজ। বলা চলে কোলাভেরি মুগ্ধ দর্শক শ্রোতাদের অপেক্ষার অবসান ঘটল আজ।
কমল হাসানের মেয়ে শ্রুতি হাসান ও দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের জামাতা ধানুস অভিনীত এই ছবিটি ‘কোলাভেরি ডি’ গানের কারণেই ইতিমধ্যেই বহু আকাঙ্খিত ছবির তালিকায় অবস্থান তৈরি করেছে। এই ছবির মাধ্যমে রজনীকান্তের মেয়ে ঐশ্বরিয়া পরিচালকের খাতায় নাম লেখালেন।
ছবি মুক্তির আগে টুইটারে ধানুস লিখেন, “একেবারে ব্যাতিক্রমী এই ছবিটি আজ মুক্তি পাচ্ছে। আশা করি আপনারা এই ছবিটি পছন্দ করবেন, আমি প্রতি সেকেন্ড অপেক্ষা করব আপনাদের মন্তব্যের জন্য। স্রষ্টা সহায় হোন।”
শিল্পবোদ্ধারা মনে করছেন, শুধুমাত্র গানটির চিত্রায়ণ কেমন হয়েছে এটি দেখার জন্যই দর্শক ছবিটি দেখবে। এক সপ্তাহে ৩৪ লাখ হিট হওয়া এই গান গোটা বিশ্বে অভাবনীয় সাড়া জাগিয়েছে। হিন্দি, বাংলা, উর্দু, আরবিসহ প্রায় ১০-১২টি ভাষায় ভিন্ন ভিন্ন ভার্শনে গাওয়া হয়েছে এই গান। শুধু মাত্র এই গানের সাফল্যের কারণে দক্ষিণের সাদামাটা নায়ক ধানুস উঠে এসেছে জনপ্রিয়দের তালিকায়।
ছবিটির প্রিন্ট হাতে পাওয়ার পর পরিচালক হিসেবে আত্মপ্রকাশকারী ঐশ্বরিয়া টুইটারে লিখেন,“এইমাত্র ল্যাব ডিস্ট্রিবিউটরের কাছ থেকে ছবির প্রথম প্রিন্ট হাতে পেলাম। আবেগ সামলে রাখতে পারছি না। প্রার্থনার জন্য মন্দিরে যাচ্ছি।”
ছবিটি হিন্দিসহ বেশ কয়েকটি ভারতীয় ভাষায় ডাব করা হয়েছে। বোদ্ধারা মনে করছেন গানের জন্যই দর্শকদের মন জয় করে নেবে ছবিটি।
No comments:
Post a Comment