প্রতিদিন ২৪ ডেস্ক
৩১ মার্চ: ‘টাইটানিক থ্রিডি’ মুক্তির দিন রেড কার্পেটে উপস্থিত ছিলে পুরো ‘টাইটানিক’ ক্রু। শুধু অনুপস্থিত ছিলেন ছবির অভিনেতা লিওনার্দো ডি’ক্যাপ্রিও। তার এই অনুপস্থিতির কারণ ব্যস্ততা। কিন্তু থ্রি
ডিতে ‘টাইটানিক’র মুক্তির উপলক্ষে ক্যাপ্রিও বাদ পড়েননি তার সেই ‘টাইটানিক’ স্মৃতি রোমন্থনে।
নিজের মুখে না বললেও, নিজের সেই ‘টাইটানিক’র টিমের সঙ্গে কাটানো দিনের কথাগুলো জানিয়েছিলেন পরিচালক জেমস ক্যামরনকে। যিনি বার্তাবাহক হয়ে তা জানিয়ে দিলেন বিশ্ব গণমাধ্যমকে।
পরিচালক জেমস ক্যামেরন ‘টাইটানিক থ্রিডি’র রেড কার্পেটে এসে মিস করেন তার নায়ক ক্যাপ্রিওকে। তিনি জানান, এখনো তাদের কথা হয়, কথা হয় ‘টাইটানিক’ নিয়েও। যা নিয়ে লিওনার্দো প্রায়ই তার অনুভূতির কথা জানান। তিনি জানান, সেই সময়টাতে বড্ড ছেলে মানুষ ছিলেন তিনি। ‘টাইটানিক’ ছবিতে নিজের সেই ছেলেমানুষী রূপ দেখে এখন ভীষণ লজ্জা পান তিনি।
রেড কার্পেটে বৃটিশ পত্রিকা ‘ডেইলি স্টার’-কে জেমস ক্যামেরন হাসতে হাসতে বলেন, “আজ লিও যদি এখানো থাকতো খুব ভালো হতো। সে এখন নতুন ছবির কাজে ব্যস্ত। তা না হলে সে কখনোই এই রেড কার্পেট মিস করতো না। তবে কিছু দিন আগে আমি তাকে এই ছবিটি দেখিয়েছিলাম। বেচারা ১৮ মিনিটের বেশি ছবিটি দেখতে পারলো না। লজ্জায় তার মুখ পুরো লাল হয়ে গিয়েছিল।”
ক্যামেরনের ভাষায়, ছবিটি দেখে নাকি লিওনার্দো বলেছিলেন, “কতো ছেলেমানুষ ছিলাম আমি! দেখ আমাকে, কতোটা উত্তেজিত ছিলাম!”
No comments:
Post a Comment